যশোরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় ‘শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার ভাষায়, ‘আপা আর ফিরবেন না। আপার চ্যাপ্টার ক্লোজড।’
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি দাবি করেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভারতের দালাল প্রার্থীদের কেউ ভোট দেবেন না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দিল্লির সব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। তবে ভারত কোনোভাবেই চাইবে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক।’
তরুণদের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরে মাহমুদুর রহমান আরও বলেন, ‘তরুণদের প্রমাণ করতে হবে, ভারতের সঙ্গে দালালি করে আর কেউ ক্ষমতায় যেতে বা টিকে থাকতে পারবে না।’
তিনি বলেন, দল নয়, দেশ-এই অগ্রাধিকার থাকতে হবে। ‘ভারতীয় দালালমুক্ত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলে প্রয়োজনে সেই প্রতিনিধি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দেবেন।’
জুলাই আন্দোলনের শহীদ আনাসকে স্মরণ করে তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক দলগুলোকে অনুপ্রাণিত করা উচিত। তার ভাষায়, ‘শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করবেন না। আনাসদের স্বপ্ন বুঝুন-কীভাবে তা বাস্তবায়ন করবেন, তা ভাবুন।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান।
ম্যাংগোটিভি/আরএইচ
