ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর দেশটির তিনটি আন্তর্জাতিক সীমান্ত-বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার (১০ নভেম্বর) রাতে নয়জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার পরপরই এই নিরাপত্তা জোরদার করা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ইতোমধ্যে পাঞ্জাব, আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তজুড়ে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তেও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি ও অতিরিক্ত টহল টিম মোতায়েন করা হয়েছে সম্ভাব্য নাশকতা ঠেকাতে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের পাশে একটি হুন্দাই আই-২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায় এবং রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে দগ্ধদেহ ও ধ্বংসাবশেষ।
দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানান, দ্রুত উদ্ধার অভিযান শুরু করে রাত ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর পুরো লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
একই দিন দিল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে বিহারে দ্বিতীয় দফার ভোটের আগে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।
বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের বিশেষায়িত বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য নির্ণয়ে প্রমাণ সংগ্রহ করছে।
ম্যাংগোটিভি/আরএইচ
