তরুণ প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে ইনফিনিক্স নিয়ে এসেছে তাদের নতুন হট ৬০ সিরিজ, যার নেতৃত্বে রয়েছে হট ৬০ প্রো প্লাস। স্টাইল, পারফরম্যান্স ও টেকসই অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি এই সিরিজকে বলা হচ্ছে ‘লাইফস্টাইল এসেনশিয়াল ফোন’।
মাত্র ৫.৯৫ মিলিমিটার পুরুত্বে তৈরি হট ৬০ প্রো প্লাস এখন বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড স্মার্টফোন-দাবি করছে ইনফিনিক্স। এতে ব্যবহৃত হয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম ও ফ্লোটিং ক্যামেরা ডিজাইন, যা ফোনটিকে দিয়েছে ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা।
প্রসেসিং পারফরম্যান্সে এসেছে বড় আপডেট—প্রথমবারের মতো এই সিরিজে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর, যা একাধিক অ্যাপ, গেমিং ও ভিডিও স্ট্রিমিং আরও দ্রুত ও মসৃণ করবে।
ডিসপ্লেতে আছে ১.৫কে অ্যামোলেড প্যানেল এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা উজ্জ্বল রঙ ও স্মুথ ভিজ্যুয়াল দেয়। ৪৫০০ নিট উজ্জ্বলতার কারণে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। স্ক্রিনে ব্যবহৃত কর্নিং গরিলা গ্লাস ফোনটিকে রাখবে নিরাপদ ও টেকসই।
ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর, যা কম আলোতেও স্পষ্ট ও প্রাকৃতিক ছবি তুলতে সক্ষম। সেলফি, পোর্ট্রেট বা দৈনন্দিন মুহূর্ত—সবকিছুই ধরবে বাস্তব রঙে।
ইনফিনিক্স জানায়, হট ৬০ সিরিজ তাদের ডিজাইন দর্শনের নতুন দিক নির্দেশনা—যেখানে অপ্রয়োজনীয় ফিচারের পরিবর্তে বাস্তব ব্যবহারযোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
স্মার্ট ডিজাইন, শক্তিশালী প্রসেসর, উজ্জ্বল ডিসপ্লে, নির্ভরযোগ্য ক্যামেরা ও সাশ্রয়ী দামে উচ্চমানের পারফরম্যান্স—সব মিলিয়ে ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস এখন ‘ভ্যালু ফর মানি’ ফোনের নতুন মানদণ্ড।
