সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার (৮ নভেম্বর)। সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
যোগ্যতা ও বয়সসীমা
সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডের, যেখানে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন নির্ধারিত ১১,০০০–২৬,৫৯০ টাকা।
চলতি বছরের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে, যেখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ২.২৫, ৫ স্কেলে ২.৮) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।
আবেদন করার নিয়ম
প্রার্থীদের আবেদন করতে হবে dpe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে। অনলাইন ফর্ম পূরণের পর ইউজার আইডিসহ ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে, যা যাচাই করে ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর মোবাইলে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ‘ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি’ ডাউনলোড করতে হবে এবং সেটির রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ রাখতে হবে।
নিয়োগের শর্তাবলি
বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটি দিয়ে আবেদন করতে পারবেন। উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদের নিজ উপজেলা বা শিক্ষা থানাতেই চাকরি করতে হবে। কোনো প্রার্থী মিথ্যা বা ভুয়া তথ্য দিলে তার আবেদন বাতিল হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধূমপান বা মাদকাসক্তদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষা পদ্ধতি
নতুন বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মোট ৯০ নম্বর থাকবে চারটি বিষয়ে-বাংলা (২৫ নম্বর), ইংরেজি (২৫ নম্বর), গণিত (২০ নম্বর), দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (২০ নম্বর)। লিখিত পরীক্ষায় ৯০ মিনিট সময় দেওয়া হবে এবং পাস নম্বর হবে ৪৫। মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের, যেখানে পাস নম্বর ৫।
