মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় সর্বাধিক ৪১৬ জন (উত্তর সিটিতে ২৪১ ও দক্ষিণ সিটিতে ১৭৫ জন) এবং ঢাকার বাইরে ৬৫৩ জন শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১৫১, চট্টগ্রামে ১২৫, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ৪৫, রংপুরে ১৯ ও সিলেটে ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৯২ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৭ জন রোগী। এতে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ৫২৯ জনে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে মশার প্রজনন বেড়ে গেছে, যার ফলে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা ও সময়মতো চিকিৎসা না নেওয়ায় মৃত্যুর হারও বাড়ছে।
ম্যাংগোটিভি/আরএইচ
