স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে আসেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়েছে।’
গুলশানে ফেরার সময় পুলিশের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া প্রহরা ছিল। এ সময় বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) রাতে খালেদা জিয়াকে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসা শেষে উন্নতি হলে শুক্রবার রাতে তাকে বাসায় ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।
খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
