আগামী ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল প্রকাশের সময় সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র-শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে জানা যাবে। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে www.rescrutiny.eduboardresults.gov.bd -এর মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও সংবাদপত্রে পাওয়া যাবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রকাশের রেওয়াজ অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।
www.educationboardresults.gov.bd
ম্যাংগোটিভি/আরএইচ
