নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা উচিত। একই দিনে দুই ভোট পরিচালনা করার সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইসি মাছউদ বলেন, জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজন ঘোষিত ফেব্রুয়ারির সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না। ব্যয় সাশ্রয়ের দিক বিবেচনা করে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে। তবে এজন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছুটা বাড়ানো লাগতে পারে।
তিনি আরও বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে জুলাই সনদের ধারাগুলো নিয়ে জনগণের পক্ষে-বিপক্ষে মতামত প্রতিফলিত হবে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।’
ম্যাংগোটিভি/আরএইচ
