২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল মিশর। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর দুর্দান্ত জোড়া গোলে এক ম্যাচ হাতে রেখেই আফ্রিকান বাছাইপর্বের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফারাওরা।
বুধবার (৮ অক্টোবর) মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে জিবুতিকে ৩–০ গোলে হারায় হোসাম হাসানের দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য মিশরের
খেলার মাত্র আট মিনিটে এগিয়ে যায় মিশর। জিজোর ক্রসে হেড করে গোল করেন ইব্রাহিম আদেল। ছয় মিনিট পর ত্রেজেগের থ্রু বল পেয়ে সালাহ জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে সালাহর আরও একটি সুযোগ ফিরিয়ে দেয় ক্রসবার। তবে শেষ পর্যন্ত (৮৪ মিনিটে) দুর্দান্ত এক স্পর্শে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।
আফ্রিকার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে ফারাওরা
এই জয়ের ফলে আফ্রিকার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মিশর। এর আগে মরক্কো ও তিউনিশিয়া জায়গা করে নিয়েছিল ২০২৬ বিশ্বকাপে।
রেকর্ড সাতবারের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন মিশর এখন পর্যন্ত মাত্র তিনবার বিশ্বকাপে খেলেছে—১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে।
অন্য ম্যাচগুলোর ফলাফল
একই গ্রুপে বুরকিনা ফাসো ১–০ গোলে সিয়েরা লিওনকে হারিয়ে রানার্স-আপ হয়েছে। তবে তারা প্লে-অফে উঠতে পারবে কি না, তা নির্ভর করছে অন্য গ্রুপের ফলাফলের ওপর।
আর লিবিয়া ও কেবো ভার্দের মধ্যকার ম্যাচটি ৩–৩ গোলে ড্র হওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায় কেবো ভার্দে।
এদিকে গ্রুপ ‘জি’-তে বৃহস্পতিবার সোমালিয়ার বিপক্ষে জিতলেই আফ্রিকার চতুর্থ দল হিসেবে আলজেরিয়া ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে।
ম্যাংগোটিভি/আরএইচ
