জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১ অক্টোবর। শেষ দিনে তামিম নিজে সিদ্ধান্ত নেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর।
সাবেক অধিনায়ক বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন এবং বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয়ভাবে অবদান রাখতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা কার্যকর হয়নি।
তামিম বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার এবং দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। তার নির্বাচনে সরে দাঁড়ানো অন্য প্রার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিসিবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মোট ২৫ জন মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ঢাকা ৩, চট্টগ্রাম ৫, খুলনা ৩, রাজশাহী ৪, সিলেট ৩, রংপুর ৬ ও বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে ৩২ জন এবং ক্যাটাগরি ৩ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছেন।
ম্যাংগোটিভি/ আরএইচ
