স্মার্টফোন পুরনো হলে অনেক সময় সাউন্ড কমে যাওয়ার অভিযোগ শোনা যায়। তবে কিছু সহজ উপায়ে ঘরে বসেই এই সমস্যার সমাধান করা সম্ভব, মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই।
কীভাবে সাউন্ড বাড়াবেন?
স্পিকার পরিষ্কার রাখুন
নিয়মিতভাবে ফোনের স্পিকার পরিষ্কার করুন। এর জন্য নরম টুথব্রাশ বা স্পিকার ক্লিনার ব্যবহার করতে পারেন। তবে ভুলেও তরল পদার্থ ব্যবহার করবেন না।
সফটওয়্যার আপডেট করুন
অনেক সময় ফোনের সফটওয়্যার আপডেট না থাকায় সাউন্ড সমস্যার সৃষ্টি হয়। তাই নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোন আপডেট করুন। এতে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়।
সেটিংস চেক করুন
সাউন্ড কমে গেলে ফোনের Settings > Sound & Vibration অপশনে গিয়ে সাউন্ড সঠিকভাবে সেট আছে কিনা নিশ্চিত করুন।
সাউন্ড এনহান্সমেন্ট ব্যবহার করুন
অনেক ফোনেই বিল্ট-ইন সাউন্ড এনহান্সমেন্ট ফিচার থাকে। সেটি চালু করলে সাউন্ড আরও জোরালো হবে। যদি এই অপশন না থাকে, তবে প্লে-স্টোর থেকে সাউন্ড এনহান্সমেন্ট অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।
এসব উপায় অনুসরণ করলে সহজেই স্মার্টফোনের সাউন্ড সমস্যার সমাধান করতে পারবেন।
