থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামসেন রোডের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে, ভাজিরা হাসপাতালের সামনে ১৬০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গর্তটি তৈরি হয়। প্রাথমিকভাবে গর্তটির প্রস্থ প্রায় ১০০ ফুট। গর্তের কারণে ভাজিরা এবং সাংঘি এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, গর্তের কারণে টানেল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংস্কার করতে অন্তত এক বছর সময় লাগতে পারে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হবে।
ম্যাস রেপিড ট্রানজিট কর্তৃপক্ষের অধীনে তদন্ত করা হবে কেন রাস্তার মধ্যে এত বড় গর্ত সৃষ্টি হলো। গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানা ঝুঁকিতে পড়েছে এবং থানার ভূগর্ভস্থ ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে এবং ৩,৫০০ রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালটির কাঠামো এখনও অক্ষত রয়েছে। আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।
মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, গর্তের মধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি এবং পুলিশের একটি গাড়ি পড়ে গেছে। এছাড়া, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানান, গর্তটি মূলত ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের ওপর তৈরি হয়েছে এবং এখানে পানি পাইপও ভেঙে গিয়েছে।
প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে টানেলের গর্তগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে, মাটি পর্যবেক্ষণ চলছে এবং যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে বৃষ্টি; বৃষ্টি হলে গর্ত আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট
ম্যাংগোটিভি/ আরএইচ
