পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড দেশে প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণের একক রড (সিঙ্গেল রড) ইমপ্ল্যান্ট উৎপাদন শুরু করেছে। এতদিন ডবল রড ইমপ্ল্যান্ট ব্যবহার হলেও, নতুন প্রযুক্তির মাধ্যমে নিরাপদ, কার্যকর ও দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ সমাধান দেওয়া সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেকনো ড্রাগসের কারখানায় বিশেষভাবে নির্মিত ‘ইটিও প্ল্যান্ট’ চালু হয়। কোম্পানির সূত্রে জানা গেছে, টেকনো ড্রাগস ২০১৯ সাল থেকে বাংলাদেশে কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট তৈরি করছে। নিজস্ব উৎপাদন সুবিধার কারণে প্রতিষ্ঠানটি দেশীয়ভাবে একমাত্র এবং বিশ্বে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি।
প্রতিষ্ঠানটির পরিচালক ও খ্যাতিমান ফার্মাসিস্ট শাহ জালাল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে দীর্ঘ গবেষণার মাধ্যমে এই প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। এর ফলে টেকনো ড্রাগস দক্ষিণ এশিয়ায় একমাত্র এবং বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে।
নির্বাহী পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, “দক্ষিণ এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট কারখানা চালুর মাধ্যমে আমরা জন্মনিয়ন্ত্রণ স্বাস্থ্যসেবায় সহজলভ্যতা, সাশ্রয় ও উদ্ভাবনকে নতুনভাবে উপস্থাপন করছি।”
প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল থেকে অনকোলজি, হরমোনাল ওষুধসহ ধারাবাহিক উদ্ভাবন চালিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদন বাংলাদেশের প্রজননস্বাস্থ্য খাতে নতুন অধ্যায় সূচনা করবে, আমদানিনির্ভরতা কমাবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত কন্ট্রাসেপটিভের প্রবেশাধিকার বৃদ্ধি করবে।
ম্যাংগোটিভি/ আরএইচ
