মাত্র ১১ দিনের নবজাতককে নিয়ে কারাগারে গেছেন খুলনার শাহজাদী নামের এক নারী। মানবপাচার আইনে গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে খুলনা জেলা কারাগারে বন্দি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাতে সিজারিয়ান অপারেশনে কন্যাসন্তান জন্ম দেন শাহজাদী। তবে ছেলে সন্তান না হওয়ায় স্বামী সিরাজুল ইসলাম তাকে ত্যাগ করেন। এ অবস্থায় মানসিক চাপে পড়ে ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া অন্য এক নবজাতক ছেলে শিশু চুরি করেন শাহজাদী। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও পুলিশের তৎপরতায় শিশুটি উদ্ধার হয় এবং শাহজাদী ও তার মা নার্গিস বেগমকে আসামি করে মামলা করা হয়।
শাহজাদীর মা ইতিমধ্যে কারাগারে রয়েছেন। আর শাহজাদী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২১ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পুলিশ তাকে আদালতে হাজির করে। তবে তার পক্ষে কোনো আইনজীবী বা জামিন আবেদনকারী উপস্থিত না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের আদেশে ১১ দিনের শিশুটিকেও মায়ের সঙ্গে কারাগারে রাখা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন কবির জানান, নবজাতকের বিষয়টি আদালতে আলাদাভাবে উপস্থাপন করা হয়নি। প্রথা অনুযায়ী মায়ের সঙ্গেই তাকে থাকতে দেওয়া হয়েছে।
এর আগে, শিশুচুরি মামলায় আটক শাহজাদীর মা নার্গিস বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।
