পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক অসহায় স্বপ্নবাজ কিশোরী আরিফা আরফিন। দশম শ্রেণির ছাত্রী হলেও জীবনের বাস্তবতা তাকে অনেক আগেই বড় করে তুলেছে।
ছোটবেলায় বাবাকে হারানোর পর মা-ই হয়েছেন তার একমাত্র ভরসা। সংসারের হাল ধরেছেন তিনি, সামলেছেন আরিফার পড়ালেখার খরচও অনেক কষ্টে। কিন্তু জীবন তো থেমে থাকে না। সেই জীবনের পথে এবার নতুন আশার আলো জ্বালিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
আশার আলো ছড়িয়ে দিতে বসুন্ধরা গ্রুপের উপহার নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত গ্রামে ছুটে গেছেন বসুন্ধরা শুভসংঘের একদল তরুণ। অন্যান্য জেলার মতো অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৪০ জন নারীর মাঝে সহায়তা হিসেবে সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
তিন মাসের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে ২০ জন দরিদ্র, মেধাবী নারী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। আরিফাও ছিলেন তাদের একজন। নতুন সেলাই মেশিন হাতে পেয়ে চোখে জল আসে তার।
আরিফা বলেন, সেলাই মেশিন কেনার মতো আমার সামর্থ্য নেই। ইচ্ছে ছিল, কিন্তু সাধ্য ছিল না। আজ বসুন্ধরা শুভসংঘ যে উপহার দিয়েছে, তা আমার সারা জীবনের সঙ্গী হবে। ভাবতেই পারিনি আমার নিজের একটি সেলাই মেশিন হবে।
এখন আরিফার চোখে নতুন স্বপ্ন। সেলাইয়ের কাজ করে নিজের লেখাপড়ার খরচ জোগাড় করবে সে। নিজেই নিজের দায়িত্ব নেবে, মায়ের কষ্ট কমাবে, ভবিষ্যতে হয়তো অন্যদেরও সাহায্য করবে। শুধু আরিফা নয়—সেলাই মেশিন পাওয়া অন্যদের চোখেও আজ একই স্বপ্ন। সবার জন্য এ মেশিন যেন এক নতুন জীবনের প্রতিশ্রুতি।
