জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে এ সাক্ষ্য পেশ করা হবে।
প্রসিকিউশন জানায়, এ মামলায় ২২ নম্বর সাক্ষী হিসেবে সকাল ১০টার পর ট্রাইব্যুনালে আসতে পারেন হাসনাত। এই মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তিনি। বর্তমানে ছয় আসামি গ্রেপ্তার এবং ২৪ জন পলাতক রয়েছেন।
গত ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এর পরবর্তী দিন আজকের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে ছাত্র, পুলিশ সদস্য, আন্দোলনকারীসহ একাধিক প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে। এসব সাক্ষ্যে গুলিবর্ষণ, লাশ উদ্ধার এবং ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরা হয়।
মামলার সূচনা বক্তব্য উপস্থাপিত হয় ২৭ আগস্ট। এর আগে ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মামলায় মোট ৬২ জন সাক্ষীর নাম রয়েছে।
