অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা আপিল বিভাগ ইতোমধ্যে ঘোষণা করেছে। ফলে অন্তর্বর্তী সরকার কিংবা আগামী সংসদ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকার নিশ্চিত করতে আদালতের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল। এখানে গণঅভ্যুত্থান বৈধ বা অবৈধ ছিল কিনা-সেই প্রশ্নও প্রাসঙ্গিক নয়। বিজয়ী জনতার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাই এর বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে না।’
তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত দিয়েছিল। রাষ্ট্রপতি মতামত চাওয়ায় তৎকালীন আপিল বিভাগ তা প্রদান করে। এটি কোনো শুনানি বা রায় নয়, বরং মতামত।’
অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিশ্চিত করতে পরবর্তী সংসদের অনুমোদন প্রয়োজন নেই।
এর আগে সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
ম্যাংগোটিভি / আরএইচ
