কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্টেশন হিসেবে ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। কমলাপুর স্টেশনের আদলে তৈরি এই স্টেশনটির একটি প্ল্যাটফরম ও একটি লুপ রয়েছে। স্টেশনটি বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত।
কিন্তু উদ্বোধনের পরপরই স্টেশনে ট্রেন থামার কার্যক্রম স্থগিত রয়েছে। ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস আসার পথে থামে হলেও, অন্য লোকাল ও ডেমু ট্রেনগুলো এখন আর থামে না। স্থানীয়দের দাবির পরেও স্টেশনটিতে ট্রেন চালু হয়নি।
রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুতসহ মাসিক খরচ প্রায় ৫ লাখ টাকা হলেও আয় শূন্যের কাছাকাছি। অনেক উন্নত কাঁচ, ভিআইপি বিশ্রামাগারসহ স্টেশনের মূল্যবান স্থাপনা দেখভালের অভাবে নষ্ট হচ্ছে। নিরাপত্তার অভাবেও চুরি, ছিনতাই ও মাদকের সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, শিল্পাঞ্চল ও হাইটেক পার্কের অনেক যাত্রী রয়েছে, অথচ ট্রেন না থামায় দৈনন্দিন যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, কারিগরি জটিলতার কারণে স্টেশনে পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এখানে স্থানীয় ট্রেন যাত্রীর অনেক চাহিদা রয়েছে। ট্রেন না থামার বিষয়টি নিয়ে রেল বিভাগের সঙ্গে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি, যদি কারিগরি কোনো ধরনের ঝামেলা না থাকে তাহলে যেন এই স্টেশনে ট্রেনের স্টপেজ দেয়া হয়। এখন বিষয়টি রেল বিভাগ বিবেচনা করবে। সূত্র:মানবজমিন
ম্যাংগোটিভি/আরএইচ

