রাজশাহীর তানোরে ৩০ থেকে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার ( ১০ ডিসেম্বর) দুপুরে ঘটনার পর থেকে রাতভর তৎপরতা চালায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। রাতভর খনন করে প্রায় ৩৫ ফুট গভীরে নামার পরও শিশুটির কোনো অবস্থান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শিশুটি আরও গভীরে সরে গেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, ‘উদ্ধারকাজ চলছে। এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’
বুধবার দুপুরের দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মো. রাকিবের দুই বছরের ছেলে সাজিদ গভীর গর্তে পড়ে যায়। স্থানীয়রা জানান, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় এ এলাকায় গভীর নলকূপ বসানোতে নিষেধাজ্ঞা আছে। তবে জমিতে পানির স্তর যাচাই করতে কছির উদ্দিন নামে এক ব্যক্তি কিছুদিন আগে গর্ত খনন করেছিলেন। পরে বর্ষায় মাটি বসে নতুন করে গর্ত তৈরি হলে সেখানে পড়ে যায় শিশু সাজিদ।
দুর্ঘটনার খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে তাদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী যোগ দেয়। গভীরতা বাড়ায় ছোট এক্সকাভেটরের কাজ বন্ধ হয়ে গেলে বড় এক্সকাভেটর এনে রাতভর খনন চালানো হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক উদ্ধারচেষ্টায় স্থানীয়দের নড়াচড়া ও মাটিধস খোঁজে বিঘ্ন ঘটিয়েছে বলে তিনি জানান।
উদ্ধারকর্মীরা শিশুটিকে জীবিত পাওয়ার আশা ছাড়ছেন না। ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় ও উদ্বেগ বাড়ছে।
ম্যাংগোটিভি / আরএইচ

