প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) বেসামরিক পদে সহকারী পরিচালক (এডি) হিসেবে ২৫ জনকে নিয়োগ দেবে। গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যোগ্যতা ও শর্তাবলি
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরাও যোগ্য হবেন।
পদ ও বেতন স্কেল
পদসংখ্যা: ২৫
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
বয়সসীমা
২০ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আবেদন শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে।
আবেদন ফি ২২৩ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
বিস্তারিত: https://dcd.teletalk.com.bd/docs/DCD20250917.pdf
আবেদন লিংক: https://dcd.teletalk.com.bd/
ম্যাংগোটিভি/ আরএইচ

