দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭০৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও দুজন।
সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে-ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৪৮ জন, ঢাকা বিভাগে (সিটি ছাড়া) ১৩৭ জন, বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছর দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, অনিয়ন্ত্রিত মশাবংশ বিস্তার এবং নগর এলাকায় পানি জমে থাকার কারণে ডেঙ্গুর বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিকদের যৌথভাবে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তারা।
