দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতি করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২১৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালের। বাকি ৪১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯১ হাজার ৬০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৯৪৯ জন। এ সময়ে প্রাণহানি হয়েছে ৩৬৭ জনের।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল
ম্যাংগোটিভি / আরএইচ

