দীর্ঘ বিরতির পর আগামী ১ ডিসেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশ আবারও চালু হচ্ছে। এবার থেকে ভ্রমণকারীরা দ্বীপে রাতযাপনের সুযোগও পাবেন, যা পর্যটকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হবে। পরদিন বেলা ৩টায় দ্বীপ থেকে ফেরত আসবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের অনুমতি পাবেন। টানা দুই মাসের ভ্রমণ মৌসুমে সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

গত ১ নভেম্বর সেন্টমার্টিন পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলেও রাতযাপনের অনুমতি না থাকায় ভ্রমণ কার্যত শুরু হয়নি। সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, ডিসেম্বর থেকে রাত্রিযাপনের সুবিধা মিলতে শুরু করায় পর্যটকদের আগ্রহ দ্রুত বাড়ছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা বলেন, পর্যটক পরিবহণে কঠোর নজরদারি থাকবে। ভ্রমণের টিকিট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেন্টমার্টিন ভ্রমণে পরিবেশ সুরক্ষার বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। দ্বীপের নাজুক প্রকৃতিকে রক্ষা করে টেকসই পর্যটন নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share.
Exit mobile version