দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও অর্থনৈতিক খাতেও দেখা দিয়েছে আলোচনার ঝড়। এরই অংশ হিসেবে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিবিএর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক বিবৃতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে “জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের মুহূর্ত” হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞপ্তিতে সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষর করেন।
বিবৃতিতে ডিবিএ সভাপতি বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক অঙ্গনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা বিশ্বাস করেন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জে থাকা দেশের পুঁজিবাজার তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে আস্থার জায়গা খুঁজে পাবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হতে পারে।
ডিবিএ সভাপতি আরও বলেন, “আমরা আশা করি, তাঁর উপস্থিতিতে দেশ ও দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং পুঁজিবাজার পুনরুজ্জীবিত হয়ে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।” এ সময় ডিবিএর পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনাও করেন ডিবিএ নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতি ও পুঁজিবাজারেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের মনোবল ফিরিয়ে আনতে এই ঘটনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ম্যাংগোটিভি /আরএইচ

