চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড)-এর একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির। তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি নির্বাপন এখনো সম্ভব হয়নি। ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বেপজার ৫ সদস্যের কমিটি ৭ দিনের মধ্যে এবং ফায়ার সার্ভিসের কমিটি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। সাততলা ভবনের শীর্ষ তলায় অবস্থিত গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

অ্যাডামস কারখানায় তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন উৎপাদন করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো সাততলা ভবনটি দগ্ধ হয়। রাতভর কারখানার ভেতর থেকে ছোট আকারে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Share.
Exit mobile version