কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ওই দিন (১৩ নভেম্বর) পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। তারা ১৩ নভেম্বরের আগে থেকেই সতর্ক রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। কোনো আশঙ্কা নেই—সেদিন স্বাভাবিকভাবেই সব কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানাচ্ছি। আমরা চাই সবাই দায়িত্বশীল আচরণ করুন।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এমন কর্মকাণ্ডে জড়িত, তাদের যেন সহজে জামিন না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

Share.
Exit mobile version