আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে দশ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শাপলা কলির কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে মানুষ এখন সচেতন। তারা আর ভয় পায় না। কারও ভয়ভীতিতে তারা দমে যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন মানুষ শাপলা কলি মার্কায় ভোট দেবে। আর ওই দিনই হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের শেষ দিন।

এদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি পদরদিয়া পশ্চিম, তালতলা পুকুরপাড়, সাতারকুল উত্তরপাড়া, ইউআইইউ-এর আশপাশ এবং আস্কারটেক-ভুঁইয়াপাড়া এলাকায় গণসংযোগ ও প্রচার চালান।

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে। আগামীর নতুন বাংলাদেশ গড়তে শাপলা কলি ও ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, যিনি এলাকার ও দেশের প্রকৃত পরিবর্তন ঘটাতে সক্ষম।

শাপলা কলি মার্কায় ভোট চেয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের বিজয়ী করলে এলাকার সব ধরনের সমস্যার সমাধানে কাজ করা হবে। এলাকায় চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। গ্যাস ও পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এদিন তিনি পদরদিয়া পশ্চিম কেন্দ্রীয় মসজিদে আসর, তালতলা পুকুরপাড় মসজিদে মাগরিব এবং মাগারদিয়া জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। পরে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ ছাড়া নাহিদ ইসলাম এলাকার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন এবং সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন।

নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে নাহিদ ইসলামের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামী, এনসিপিসহ দশ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version