ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
আসন বিন্যাস সংক্রান্ত আপিল বিভাগের রায়ের কারণে তফসিলে কোনো প্রভাব পড়বে কিনা-এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমার মনে হয় না। কারণ, আমরা এখনও আদালত থেকে কোনো অর্ডার পাইনি। আমাদের হাতে এসে পৌঁছেনি। যেটা আমরা পাইনি, তা নিয়ে কথা না বলাই ভালো।’
এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে।
