ডিজিটাল নিরাপত্তা জোরদারে ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা যুক্ত করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কলের সময় ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস গোপন রাখতে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ নামে একটি নিরাপত্তা ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি। তবে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকায় অনেক ব্যবহারকারী এর সুবিধা পাচ্ছেন না।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আইপি অ্যাড্রেস শনাক্ত হলে ব্যবহারকারীর লোকেশনসহ ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে হ্যাকার বা স্ক্যামাররা সহজেই অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে।

হোয়াটসঅ্যাপের ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার চালু থাকলে কল সরাসরি না গিয়ে সুরক্ষিত সার্ভারের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে কলের সময় ব্যবহারকারীর আসল আইপি অ্যাড্রেস অন্য পক্ষের কাছে প্রকাশ পায় না এবং লোকেশন ট্র্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।

এই ফিচার চালু করতে ব্যবহারকারীকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ডান পাশে থাকা তিনটি ডটে ক্লিক করে সেটিংসে যেতে হবে। এরপর প্রাইভেসি অপশন থেকে অ্যাডভান্সড মেনুতে প্রবেশ করে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ অপশনটি চালু করতে হবে।

নিরাপত্তা বিশ্লেষকদের পরামর্শ, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিয়মিত নতুন ফিচার সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তা সেটিংস চালু রাখা জরুরি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version