আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের দিকে নিয়ে গেছে, কিন্তু নতুন প্রজন্ম—জেন-জি—অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। এমন ঘটনা একশ বছরে বিরল বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো-আপনি কেন নোবেল প্রাইজ পাচ্ছেন না? আমরা যেসব কথা বলার সাহস পাইনি, জেন-জি প্রজন্ম স্রেফ একটি সংলাপে তা বলেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে জেন-জি নেটওয়ার্কিং কল্পনার বাইরে ছিল। যাদের আমরা ফার্মের মুরগি ভাবতাম, তারা আবাবিল পাখির মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এমনকি দিল্লি পর্যন্ত তাড়িয়ে দিয়েছে।’

নয়া দিগন্তের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে অভিযোজন ব্যর্থ হবে। ‘অভিযোজন করতে না পারলে পত্রিকার অবস্থা ইত্তেফাকের মতো হবে,’ মন্তব্য করেন তিনি।

পত্রপত্রিকার দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনা হয়নি। এখন সেই দায়িত্ব পালন করতে হবে। গুম-খুন, শহীদদের কথা তুলে আনতে হবে। না হলে আগামীর বাংলাদেশে বাস করার অধিকার আমাদের থাকবে না।’

Share.
Exit mobile version