হজ ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছ করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘এখন আর অতীতের মতো কোনো সিন্ডিকেট হজ ব্যবস্থাপনায় কাজ করতে পারবে না।’
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। অতীতে হাজিদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের যে প্রবণতা ছিল, তা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি বলেন, গত বছর ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজযাত্রীদের বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ ব্যবস্থাপনা হওয়ায় সাড়ে আট কোটিরও বেশি টাকা হাজিদের ফেরত দেওয়া হয়েছে।
স্বাস্থ্যঝুঁকির কারণে কারা হজে যেতে পারবেন না-এ বিষয়ে সৌদি সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারের রোগীদের হজে যেতে নিষেধ করা হয়েছে। তাই মন্ত্রণালয়ও এ ধরনের রোগীদের হজে অনুমতি দেবে না। পাশাপাশি কোনো চিকিৎসক এসব রোগীকে সুস্থ বলে সার্টিফিকেট দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘হজের সময় অনেক পরিশ্রম করতে হয়। যা বয়স্ক মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।’ এছাড়া হজের সিন্ডিকেট ভেঙে দিয়ে সর্বোচ্চ কম খরচে হজ সম্পন্ন করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে এবং আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে তিনি নাটোর জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি / আরএইচ
