স্লোভাকিয়াকে বিধ্বস্ত করে ৬-০ গোলে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১৭ নভেম্বর) লাইপজিগের রেড বুল এরেনায় গ্রুপ–এ এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে জার্মানির প্রয়োজন ছিল শুধু পরাজয় এড়ানো। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে তোলে তারা। নিউক্যাসলের স্ট্রাইকার নিক ওল্টেমাডে ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এটি তার টানা তিন ম্যাচে চতুর্থ আন্তর্জাতিক গোল।

২৯তম মিনিটে সের্জ জিনাব্রি ব্যবধান বাড়ান। এরপর লেরয় সানে প্রথমার্ধে দুটি গোল করে জার্মানির লিড নিয়ে যান ৪-০ তে। বিরতির পর বদলি খেলোয়াড় রিডলে বাকু ও ১৭ বছর বয়সী ডেবিউট্যান্ট আসান ওউয়েদ্রাওগো আরও দুটি গোল যোগ করলে স্লোভাকিয়া পুরোপুরি বিধ্বস্ত হয়।

স্লোভাকিয়া ম্যাচে সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও জার্মান গোলরক্ষক অলিভার বাউমান ছিলেন দুর্দান্ত। তিনি দাভিদ দুরিসের দুটি নিশ্চিত প্রচেষ্টা ঠেকিয়ে দেন।

গত মাসে স্লোভাকিয়ার কাছে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। টানা চার জয়ে গ্রুপ–এ এর শীর্ষস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে, প্লে-অফে যেতে হবে স্লোভাকিয়াকে।

জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে গত ৭১ বছরে সবচেয়ে কম বয়সে অভিষেকে গোল করার রেকর্ড গড়েছেন ১৭ বছরের ওউয়েদ্রাওগো।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version