চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে বিদেশে অবস্থানরত বিনাশের নির্দেশে শুটার রহিম ও জিন্নাত মিলে হত্যামিশনে অংশ নেয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিলীপ ওরফে বিনাশ একজন আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী। কারওয়ান বাজারকেন্দ্রিক অন্তত ৮ থেকে ৯টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার হোটেলের পেছনে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version