প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মুসলিম উম্মাহ একজন জ্ঞানগর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারিয়েছে।
শেখ আবদুল আজিজ আল শেখ ইসলামের সেবায় আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তার গবেষণাধর্মী অবদান মুসলিম বিশ্বের কাছে অমূল্য। তিনি জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
শেখ আবদুল আজিজ আল শেখ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহে স্নাতক সম্পন্ন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে এবং তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।
ম্যাংগোটিভি/ আরএইচ
