রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট–১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, সেনা কল্যাণ ভবনের ১৭ তলার স্যুট নম্বর ১৭০৭–এ মোট ২ হাজার ৩০৬ বর্গফুট জায়গা নতুন ব্যাংকের রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিতব্য এ নতুন ব্যাংকের জন্য বরাদ্দ অনুমোদন দিয়েছেন গভর্নর। ব্যাংকের রেজল্যুশন ডিপার্টমেন্টের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share.
Exit mobile version