বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট একটি নিম্নচাপ ইতোমধ্যে ঘনীভূত হয়ে রয়েছে এবং আগামী ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ স্থানীয় ভাষায় “সুগন্ধি ফুল” বা ‘সুন্দর ফুল’।

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থানরত এই নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোন’ বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোর জন্য এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করেছে।

আবহাওয়াবিদদের তথ্যে, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড়গুলো নামকরণের নিয়ম চালু হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিলে গঠিত প্যানেলের মাধ্যমে এসব নাম দেয়

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version