সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানাধীন কালুরঘাট ভারী শিল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের মালিকের অনুমতি ছাড়াই টাকা উত্তোলন করেছেন। আটককালে তার কাছ থেকে সাইফুজ্জামানের চেকগুলোর আসল কপি জব্দ করা হয়েছে।

দুদক চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংক থেকে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকে ৪টি চেকের মাধ্যমে ১ কোটি টাকা, জনতা ব্যাংকে ৩টি চেকের মাধ্যমে ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংকে ৩টি চেকের মাধ্যমে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংকে ১টি চেকের মাধ্যমে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক মন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি প্রতিষ্ঠান খোলা হয় এবং ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। ব্যাংকের নিজস্ব ক্রেডিট কমিটির নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে ২০২০ সালের ৮ মার্চ ঋণটি অনুমোদন দেওয়া হয়। পরে নগদে টাকা উত্তোলন করে আরামিট গ্রুপের হিসাবগুলোতে ফেরত দেওয়া হয়।

আটক আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা করা হয়েছে।

Share.
Exit mobile version