আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সরকারি সব অফিসের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন উপলক্ষে সরকারি সব ধরনের যোগাযোগপত্রে নির্ধারিত বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান পাশে নির্ধারিত নির্বাচনী লোগো ব্যবহার করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
লোগো ব্যবহারের পাশাপাশি নির্বাচনী প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগোসম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনের সব স্তর এবং কেন্দ্রীয় সচিবালয়ের পত্র আদান-প্রদানে এই লোগো দৃশ্যমান রাখতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে জনমনে আগ্রহ তৈরি এবং সরকারি প্রস্তুতির বিষয়টি দৃশ্যমান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সার্বিক নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই এই নির্দেশনাকে দেখা হচ্ছে।



