আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেছেন যে, সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে। তিনি বলেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন, সেটির ধারাবাহিকতায় তারা জুলাই সনদে সই করবেন। আমি জানি না তারা কী করবেন, তবে এ নিষ্ঠা অব্যাহত থাকবে বলে আশা করি।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর সমালোচনার বিষয়ে তিনি বলেন, এখন রাজনৈতিক দলগুলোও উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে—এটিকেই আমি গণতান্ত্রিক উত্তোরণ বলব।’
একই সঙ্গে তিনি সমালোচনাকারীদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা সমালোচনা করছেন, তাদেরও যদি কেউ সমালোচনা করে, সেটি শোনার মানসিকতা থাকতে হবে।’
ম্যাংগোটিভি/আরএইচ
