বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তারেক রহমান নিজেই।

অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো।” তিনি জানান, আজ বিকেলে তিনি প্লেনে করে সিলেট যাবেন এবং এ সফরে তার সঙ্গে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান আরও বলেন, নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো আগেই সিলেট পাঠানো হবে। ‘গাড়িগুলো সকালেই চলে যাবে,’ বলেন তিনি।

বিএনপি সূত্র জানায়, সিলেটে একাধিক কর্মসূচির মাধ্যমে দলের নির্বাচনি কার্যক্রমের সূচনা করবেন তারেক রহমান। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমর্থকরাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version