সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের নাম উল্লেখ করা হয়।
মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
উল্লেখ্য, অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ম্যাংগোটিভি /আরএইচ

