আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন-বই করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর প্রশিক্ষণ চলছে, যা জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন,‘ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।’

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘কেউ ঘর থেকে বের হতে পারছেন না- কথা ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না।’

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন,‘ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version