গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। একই সঙ্গে প্রধান মূল্যসূচকসহ সব সূচকে বড় ধরনের উত্থান এবং দৈনিক গড় লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৪১টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় প্রতিষ্ঠান সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত গুণ বেশি।
দাম বাড়ার প্রবণতার কারণে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা, যা দশমিক ৯২ শতাংশ।
বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচকেও বড় উত্থান হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহজুড়ে বেড়েছে ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে বেড়েছে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৪ দশমিক ৮৭ পয়েন্ট।
অন্যদিকে, বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫০ দশমিক ১৬ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটিতে সামান্য দরপতন দেখা গিয়েছিল।
লেনদেনের ক্ষেত্রেও ছিল উল্লেখযোগ্য গতি। গত সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৩৮০ কোটি ১২ লাখ টাকা। ফলে প্রতিদিন গড় লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা বা ৫১ দশমিক ৪৮ শতাংশ।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ টাকা। আর তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক, যার প্রতিদিন গড় লেনদেন ছিল ১১ কোটি ৫৪ লাখ টাকা। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
ম্যাংগোটিভি /আরএইচ

