রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরের পর আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ বলছে, প্রধান সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ম্যাংগোটিভি / আরএইচ
