জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করতে না পারায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় বিএনপি উদ্বিগ্ন বলেও জানান তিনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সরকার এখন পর্যন্ত সব অস্ত্র উদ্ধার করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনো সন্তোষজনক নয়।’ তবে তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় পরিস্থিতির আরও উন্নতি হবে এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। ‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। এ কারণে বিসিবির সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।’

বিএনপিকে একটি পরীক্ষিত দল উল্লেখ করে তিনি বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, সংস্কার কমিশনের অনেক প্রস্তাব বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অতীতেও বিএনপি সফলভাবে সরকার পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও তা করতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনি পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি ভালো মনে হচ্ছে। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে। বর্তমানে দলগুলো সাংগঠনিক প্রস্তুতি ও মনোনয়ন প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে বলে জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা ও অভিন্ন নদীর পানির হিস্যা প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিস্তা-পদ্মাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। “ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করবো,” বলেন তিনি।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version