লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির রেড ক্রিসেন্ট শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: আনাদোলু।
রেড ক্রিসেন্ট জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে আল-খুমস উপকূলের নিকটে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা উল্টে যায়। এর মধ্যে প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া ২৬ জন অভিবাসী। ডুবে যাওয়া নৌকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে ছিলেন আট শিশুসহ ৬৯ জন অভিবাসী। তাদের মধ্যে দুজন মিসরীয় নাগরিক ও ৬৭ জন সুদানের বাসিন্দা। সকল জীবিত যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
লিবিয়া দীর্ঘদিন ধরে ইউরোপমুখী অবৈধ অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ক্রমবর্ধমান অনিয়মিত অভিবাসন চ্যালেঞ্জে দেশটির স্থানীয় কর্তৃপক্ষও চাপে রয়েছে। ইউরোপীয় দেশগুলোও ভূমধ্যসাগর দিয়ে অনিয়মিত প্রবেশ বাড়ায় উদ্বেগ প্রকাশ করছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সম্প্রতি জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে এক হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।
ম্যাংগোটিভি/আরএইচ
