নাটোরের লালপুর উপজেলার দরিদ্র ভ্যানচালক রবিউল ইসলামের ছয় বছরের মেয়ে শিশু সুরাইয়া খাতুনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। অসুস্থ সুরাইয়া বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রথম ব্যাচে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করছিল।
কিন্তু ভর্তি হওয়ার মাত্র দুই মাসের মাথায় অসুস্থ হয়ে পড়ে সে। প্রথমে স্থানীয় ডাক্তার, পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলেও সঠিক চিকিৎসার অভাবে অবস্থার অবনতি হয়। এমতাবস্থায় শিশুটির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বসুন্ধরা শুভসংঘের লালপুর উপজেলা শাখার বন্ধুরা সুরাইয়ার চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নেয়।
কান্নাজড়িত কণ্ঠে মা সেলিনা খাতুন বলেন, আমরা ভেবেছিলাম আর কিছু করার নেই। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা না থাকলে মেয়ের চিকিৎসা অসম্ভব হয়ে যেত। আজ মনে হচ্ছে সন্তানের জীবনে নতুন আলো জ্বলে উঠেছে।
বসুন্ধরা শুভসংঘ লালপুর উপজেলা শাখার উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু শিক্ষা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; সমাজের অসহায় মানুষদের জন্যও কাজ করছে। সেলাই প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং মানবিক সহায়তার মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে চাই।
