দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা গোপন এক অনুষ্ঠানে বাগদান সম্পন্ন করেছেন। সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও রাশমিকা বা বিজয় এ বিষয়ে ঘোষণা দেননি, বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে বাগদান–বিয়ের গুঞ্জন আরও বাড়িয়েছে। দশেরা উপলক্ষে তিনি ঐতিহ্যবাহী পোশাক পরে tilak দেওয়া ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি দশেরা মাই লাভস… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘থাম্মা’ ট্রেলার আর আমাদের গান আপনাদের এত ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা, মেসেজ, উত্তেজনা, সমর্থন-সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলছে। শিগগিরই প্রমোশনে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

রাশমিকা ও বিজয় এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই ভক্তদের মধ্যে তাঁদের জুটি নিয়ে আগ্রহ তুঙ্গে।

পেশাগত দিক থেকে, রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মা–তে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পারেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ।

অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার কিংডম–এ।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version