রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য রোববার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এতে দুজন অসুস্থ হয়ে পড়েন।

শনিবার রাতে আন্দোলনকারীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উপ-উপাচার্য, একজন উপ-রেজিস্ট্রারসহ অন্তত ৭–৮ জন আহত হন।

ঘটনার পর জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। এ ঘোষণার পর মধ্যরাতে ১৭টি হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে আন্দোলনে যোগ দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়।

Share.
Exit mobile version