রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এই কম্পন টের পাওয়া যায়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে আরেকটি মৃদু ভূমিকম্প রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। তবে ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটাই দুর্বল। এ ঘটনায় এর উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়।

গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। সেই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। আহত হন দেশের বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন।

Share.
Exit mobile version